সাতক্ষীরায় আওয়ামী লীগের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

সাতক্ষীরায় ‘আধিপত্য বিস্তারের বিরোধে’ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 03:07 PM
Updated : 18 August 2019, 03:07 PM

রোববার বিকালে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা স্থায়ী ছিল বলে শ্যামনগর থানার ওসি আনিসুর রহমান জানান।  

আহতদের মধ্যে রয়েছেন আক্তার আলী, আব্দুস সালাম, আব্দুল আলিম, আবু সাইদ, নুর মোহাম্মদ, আবদুল বারেক, আওসাফুর, সফিকুল ও শাহ আলম।

এদের মধ্যে গুলিবিদ্ধ আক্তার আলী, আব্দুস সালাম, আব্দুল আলিম, আবু সাইদ, নুর মোহাম্মদকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

ওসি আনিসুর রহমান বলেন, বিকাল ৩টার দিকে উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ডে ঈশ্বরীপর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শোকর আলী এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী নেতা সাদেকুর রহমান সাদেমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়োন আছে। কী কারণে এমন ঘটনা জানতে চাইলে তিনি বলেন অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।