চাঁদপুরে শিক্ষিকা হত্যায় গ্রেপ্তার ২

চাঁদপুরে এক স্কুল শিক্ষিকাকে হত্যার একমাস পর পুলিশ দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 12:32 PM
Updated : 18 August 2019, 01:10 PM

গ্রেপ্তার দুই ব্যক্তি ওই শিক্ষিকাকে হত্যার আগে ধর্ষণ করেছিল বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে।

রোববার চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এই তথ্য জানান পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল।

এই হত্যাকাণ্ডে জামাল হোসেন ও আনিছুর রহমান নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২১ জুলাই চাঁদপুর সরকারি শহরে নিজের বাসায় এই স্কুল শিক্ষিকাকে গলা কেটে হত্যা করা হয়।  

পুলিশ সুপার ইকবাল সাংবাদিকদের বলেন, ঘটনার দিন বাসায় ওই শিক্ষিকা একা অবস্থান করছিলেন। এ সময় ওই এলাকার ডিসের লাইনম্যান জামাল হোসেন ডিস লাইনের মালিক আনিছুর রহমান মাদক সেবন করে সুকৌশলে ডিসের তার ঠিক করার কথা বলে ওই শিক্ষিকার ঘরে ঢোকে।

“এ সময় তারা দুজনেই শিক্ষিকাকে ধর্ষণ করে এবং তা ধামাচাপা দিতে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।”

ইকবাল বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পিবিআই তাদের আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়েছে।

“আসামি জামাল হোসেন পুলিশের কাছে এই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে এবং এ ঘটনায় তার সহযোগী আনিছুর রহমানের কথাও বলেছে।”

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, ইন্সেপেক্টর কবির আহমদ, মীর মাহবুবুর রহমান, মো. বাচ্চু মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর।