চুয়াডাঙ্গায় ১৯টি ছাগল কাটা পড়ল ট্রেনে

চুয়াডাঙ্গায় রেল লাইনে চড়ানোর সময় ট্রেনে কাটা পড়ে ১৯টি ছাগল ও একটি ভেড়া মারা গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2019, 03:14 PM
Updated : 17 August 2019, 03:14 PM

শনিবার দামুড়হুদা উপজেলার দর্শনা রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে চুয়াডাঙ্গা রেলওয়ের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, দর্শনার আকন্দবাড়িয়া গ্রামের রেললাইনের পাশে ছাগল ও ভেড়া চড়াচ্ছিলেন বেশ কয়েকজন রাখাল।

“দুপুর পৌনে ২টার দিকে খুলনা থেকে আসা সৈয়দপুরগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস আকন্দবাড়িয়া গ্রাম অতিক্রম করার সময় ১৯টি ছাগল ও ১টি ভেড়া কাটা পড়ে।”

দ্রুতগতিতে ট্রেন আসা দেখে পশুগুলো দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় কিছু ‍কিছু বাঁচতে পারলেও বাকিরা কাটা পড়ে ট্রেনে।

প্রকৌশলী সাইফুল ইসলাম আরও বলেন, “রেললাইনের উপর ছাগল-গরু চড়ানো সম্পূর্ণ নিষেধ। তারপরও কেউ তাদের গরু-ছাগল নিয়ে রেললাইনে গেলে তার দায়ভার রেলওয়ের উপর আসে না।”