ময়মনসিংহে জমির বিরোধে সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2019, 06:33 AM
Updated : 14 August 2019, 07:50 AM

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবির জানান, বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের কাঁঠাল ডাংরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের হাসিম উদ্দিন (৬০), তার ছেলে জহিরুল ইসলাম (৩০) এবং হাসিমের ভাতিজা আজিজুল হক (৩৫)।

হাসিমের দুই ছেলে খায়রুল ও মাজহারুলকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আহমেদ কবির বলেন, হাসিম ও তার চাচাতো ভাই আব্দুর রশিদের পরিবারের মধ্য জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে।

“সকালে হাসিমের খামারের বিষ্ঠার গন্ধ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সালিশ বসার কথা ছিল। কিন্তু তার আগেই দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, সংঘর্ষের পর সেখান থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বগরঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সেখানে জহিরুলকে মৃত ঘোষণা করেন।

বাকি চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাসিম ও আজিজুলও মারা যান।

পরিদর্শক জয়নাল বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।