বাজারে চামড়া ফেলে যাচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা
দিনাজপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2019 03:13 PM BdST Updated: 13 Aug 2019 03:22 PM BdST
উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম চামড়ার বাজার দিনাজপুরের রামনগরে ক্রেতা মিলছে না। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বাজারে ফেলেই চলে যাচ্ছেন।
ঈদের পরদিন মঙ্গলবার বাজারে গিয়ে দেখা গেছে, মৌসুমি ব্যবসায়ীরা ঈদের দিন কেনা চামড়া নিয়ে বসে আছেন। কিন্তু কোনো ক্রেতা নেই।
দিনাজপুর চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার ট্যানারিতে প্রচুর চামড়া অবিক্রিত আছে। তাই এখন আর চামড়া কিনে বিক্রির নিশ্চয়তা নেই।”
সমিতির সাবেক সভাপতি আকতার আজিজ বলেন, “ছাগলের চামড়া কেউ কিনছে না। কারণ লবণজাত করতে যে খরচ, বিক্রি করে তাও উঠবে না।

দিনাজপুরের এই চামড়ার বাজারে ঈদের দিন রাত পর্যন্ত গরুর চামড়া প্রতিটি ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। ছাগলের চামড়া বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকা দরে। কিন্তু ঈদের পরদিন দৃশ্য ভিন্ন। গরুর চামড়া ১০০ টাকায়ও বিক্রি করতে পারছেন না মৌসুমি ব্যবসায়ীরা। আর ছাগলের চামড়া ৫ টাকায়ও কেউ কিনছে না।
জেলার বিরল উপজেলার মৌসুমি চামড়া ব্যবসায়ী তৌহিদুল হক বলেন, “ছাগলের চামড়া পাঁচ টাকায় কেনার মতও কোনো ক্রেতা নেই। গরুর চামড়া ঈদের দিন রাতে বিক্রি করেছি প্রতিটি ২০০ থেকে ৩০০ টাকায়। ঈদের পরদিন সেই চামড়া ১০০ টাকায় বিক্রি করতে পারছি না।”
আরেক মৌসুমি ব্যবসায়ী রফিকুল হক বলেন, “গরুর চামড়া বিক্রি করতে এসে কেনা দামের চেয়ে অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। ৪৮ হাজার টাকার মাল কিনে বিক্রি করতে হয়েছে ২০ হাজার টাকায়। লোকসানে বিক্রি না করলে চামড়া ফেলে দিতে হত।”
-
‘বম পার্টি’র ভয়ে বিলাইছড়ির ত্রিপুরা-তঞ্চঙ্গ্যারা ‘উদ্বাস্তু’ জীবনে
-
ময়মনসিংহে একজনকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
-
গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড
-
লোড শেডিংয়ে নাকাল রংপুরের জনজীবন
-
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেত্রীর ছেলে ‘অস্ত্র-মাদকসহ’ গ্রেপ্তার
-
তেঁতুলিয়ায় ৩০ কেজির বাঘাইড় বিক্রি ৪৫ হাজার টাকায়
-
পদ্মা সেতুর টোল প্লাজাসংলগ্ন মহাসড়কে সন্তান প্রসব
-
পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পিএসজির নতুন কোচ গালতিয়ে