শিক্ষার্থীর টিফিনের টাকায় দুস্থদের ঈদ সহায়তা  

গোপালগঞ্জের কয়েকজন শিক্ষার্থী তাদের টিফিনের টাকা বাঁচিয়ে ৫০টি দরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছেন।  

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2019, 04:35 PM
Updated : 11 August 2019, 04:35 PM

রোববার জেলা শহরের সরকারি শেখ ফজিলাতুন্নেছা মাহিলা কলেজ ক্যাম্পাসে ওই শিক্ষার্থীদের ‘পরার্থ’ নামের সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।

 

‘পারার্থ’ নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রাকিব মাহামুদ পিরু বলেন, “আমরা ৫০ বন্ধু কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি। সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করেত ‘পারার্থ’ সংগঠনের মাধ্যমে আমরা সংগঠিত হয়েছি।

“আমরা টিফিনের টাকা বাঁচিয়ে সমাজের দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করি।”

এ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপু, জ্যেষ্ঠ সাংবাদিক মনোজ সাহা বিশেষ অতিথি ছিলেন।