ভোমরা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ যুবক আটক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত থেকে ‘অর্ধকোটি টাকা’ মূল্যের ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করা হয়েছে, যাকে চোরাকারবারী বলছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2019, 03:48 PM
Updated : 11 August 2019, 03:53 PM

রোববার সন্ধ্যায় স্থলবন্দর সংলগ্ন রাশেদা স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মঞ্জুরুল ইসলাম (৩৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোটকুপট গ্রামের মৃত নওশের গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভোমরা স্থলবন্দর সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে সংবাদ পেয়ে ভোমরা বিওপির কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবি অভিযান চালায়।

“এ সময় সেখান থেকে চোরাকারবারী মঞ্জুরুল ইসলামকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।”

এ সময় সেখান থেকে ছয় লাখ টাকা মূল্যের একটি লেগুনা পিকআপও জব্দ করা হয় বলে তিনি জানান।

তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণের বারের ওজন এক কেজি ১৬৩ গ্রাম, যার বাজার মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলেও এই বিজিবি কর্মকর্তা জানান।