সাভারে গরুবোঝাই দুই ট্রলারডুবি, মারা গেছে ৯টি গরু

কোরবানির হাটে নেওয়ার পথে ঢাকার সাভারে বংশী নদীতে গরুবোঝাই দুটি ট্রলার ডুবে নয়টি গরুর মৃত্যু হয়েছে। তবে নৌকায় থাকা লোকজনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2019, 01:04 PM
Updated : 10 August 2019, 01:23 PM

শনিবার দুপুরে সাভারের পশ্চিম ব্যাংটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানার এসআই তারিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মানিকগঞ্জের সিংগাইর থেকে দুটি ট্রলারে করে ৪০টির মতো গরু নিয়ে বেপারীরা গাবতলীর পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

“ট্রলার দুটি পাশাপাশি চলছিল। নদীর ঢেউয়ের কারণে এবং ট্রলারে থাকা গরু নাড়াচড়া করায় পশ্চিম ব্যাংকটউন এলাকার কাছে ট্রলার দুটি কাত হয়ে ডুবে যায়।”

এসআই তারিকুল বলেন, একটি ট্রলারের ৯টি গরু মারা যায়। তবে বেপারিরা বাঁধন খুলে দেওয়ায় ও স্থানীয়দের সহায়তায় অন্য গরুগুলো কালিগঞ্জ ঘাটে উঠতে সক্ষম হয়।

এছাড়া ট্রলারডুবিতে কোনো মাঝি বা বেপারী নিখোঁজ নেই বলেও তিনি জানান।