শার্শা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট নেই

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণের কিট এবং এ রোগে আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যাবস্থা নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বোনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2019, 07:55 AM
Updated : 9 August 2019, 07:56 AM

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডেঙ্গু শনাক্তকরণের কোনো কিট হাসপাতালে না থাকায় পরীক্ষা করতে পারছিনা।”

শার্শার বিভিন্ন অঞ্চল থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাতজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এলেও প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় তাদের জেলার অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।   

অশোক বলেন, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর কিট না থাকার বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে। ঈদের আগেই কিট হাসপাতালে আসবে বলে আশা করা হচ্ছে।