সাংবাদিক শিমুল হত্যা মামলার অভিযোগ গঠন পেছাল

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অভিযোগ গঠন পিছিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2019, 04:29 PM
Updated : 8 August 2019, 04:29 PM

বৃহস্পতিবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ আদেশ দেন।

আগামী ১৮ অগাস্ট অভিযৈাগ গঠনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, মামলার অভিযোগ  গঠনের পূর্ব নির্ধারিত তারিখ হওয়ায় কারাগার থেকে বৃহস্পতিবার সকালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাব্যুনালে আনা হয় শাহজাদপুর পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র হালিমুল হক মিরুকে। এ সময় উচ্চ আদালত থেকে জামিনে থাকা অন্য আসামিরাও আদালতে উপস্থিত হন।

তিনি বলেন, আসামীপক্ষের আইনজীবী একরামুল হক আসামি মিরুর জামিন আবেদন এবং মামলার অভিযোগ গঠনের সময় পেছানোর আবেদন করেন।

“আদালত শুনানি শেষে মিরুর জামিন আবেদন নাকচ করে এবং অভিযোগ গঠনের নতুন তারিখ আগামী ১৮ অগাস্ট নির্ধারণ করে দেয়।”

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি মিরুর বাড়িতে হামলার সময় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরের জন্য গত বছরের ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।