রাজশাহী মেডিকেলে ঈদের ছুটি বাতিল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকল চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি নেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2019, 04:18 PM
Updated : 8 August 2019, 04:18 PM

বৃহস্পতিবার হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে এ আদেশ জারি করা হয় বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ইসলাম।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় মেডিকেলে ঈদের সকল ছুটি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ঈদকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

“ঈদে যাতে কোনো রোগীকে ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য আগাম সকল ওষুধ ও সবধরনের টেস্টের উপকরণ পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখা হয়েছে।”

সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। একই সময় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। ফলে বর্তমানে এ হাসপাতালে ভর্তি আছেন ৯৮ জন।

রাজশাহী মেডিকেলসহ নগরীর ১৪টি স্থানে ডেঙ্গুর জীবাণু বহনকারী এইডিস মশার লার্ভা পাওয়া গেছে।