কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৪

কিশোরগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2019, 09:41 AM
Updated : 8 August 2019, 09:41 AM

সিভিল সার্জন হাবিবুর রহমান বলেন, এ নিয়ে জেলার হাসপাতালগুলোতে মোট চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১১০ জন।

“ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৩৪ জন ভর্তি হয়েছেন। আর এ পর্যন্ত এ জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৮ জনে। তার মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন ১০ জন। আক্রান্তদের অন্তত ৫৬ জনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আর মারা গেছে এক শিশু।”

আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জসদর হাসপাতালে গত ২৪ ঘণ্টয় ১৬ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক সুলতানা রাজিয়া। এ হাসপাতালে এখন মোট ৫৭ জন চিকিৎসা নিচ্ছেন বলেও তিনি জানান।

এদিকে বাড়তি রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন বলে তারা জানিয়েছেন।