শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ছাত্রলীগ নেতা নিহত

শেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সাবেক জেলা ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন, যার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ বলছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2019, 01:51 PM
Updated : 7 August 2019, 02:00 PM

বুধবার ভোরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট সংলগ্ন কড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় ডিবি পুলিশের এএসআই আরিফুল হকসহ চারজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত রুহুল আমিন রিপন (২৬) জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

রুহুল আমিন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়ার কালু মিয়ার ছেলে। তিনি শেরপুর শহরের মীরগঞ্জে বসবাস করছিলেন।

বিকালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মঙ্গলবার গভীর রাতে খবর পাওয়া যায় যে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের কড়ইতলা এলাকায় মাদক কারবারী একদল সন্ত্রাসী অবস্থান করছে। পরে পুলিশ অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশও গুলি চালায়।

“এক পর্যায়ে তারা পিছু হটলেও অজ্ঞাতনামা এক যুবক গুলিবিদ্ধ হয়। একই সঙ্গে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পুলিশের চারজন আহত হয়। পরে গুলিবিদ্ধ যুবককে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এসপি আরও বলেন, ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্রসহ কিছু মাদক উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের বিরুদ্ধে শেরপুর ও জামালপুরে মাদকসহ কয়েকটি মামলা রয়েছে। 

বুধবার ভোরে ওই ঘটনার পর থেকেই নিহত যুবক ‘অজ্ঞাতনামা’ এবং ওই ঘটনায় পুলিশের ৪ জন আহত হওয়ার কথা শোনা গেলেও পুলিশের প্রেস ব্রিফিংয়ের আগে সেই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এসপি জানান।