মৃত্যুর সনদে ‘ডেঙ্গু’ লেখার পর হাসপাতাল বলল ‘ভুল’ হয়েছে

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যুর সনদে ‘ডেঙ্গু’র কথা লেখার পর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সেটা ভুল করে হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2019, 01:14 PM
Updated : 7 August 2019, 01:28 PM

বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল জলিল সরদার নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন বলে তার স্বজনদের দাবি।

জলিলের মৃত্যুর সনদে কারণ এর জায়গায় লেখা রয়েছে ‘ডেঙ্গু শক সিনড্রম’।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার নারুয়াহাটি গ্রামের বাসিন্দা জলিলের ছেলে মিরাজুল সরদার সাংবাদিকদের বলেন, তার বাবা পেশায় কৃষক। এক সপ্তাহ আগে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।

“পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হলে তাকে বাড়ি নিয়ে গিয়েছিলাম।”

বুধবার সকালে ফের জলিলের শারীরিক অবস্থা খারাপ হলে তাকে পুনরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ছেলে মিরাজুল। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

ডেঙ্গুতে জলিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা সাংবাদিকদের বলেন, “তার মৃত্যু হয়েছে এটি নিশ্চিত, তবে তা ডেঙ্গুতে নয়।”

মৃত্যু সনদে ডেঙ্গুর উল্লেখ থাকার কথা জানানো হলে তিনি বলেন, “সেটি সঠিক নয়, পরবর্তীতে নতুন ডেথ সার্টিফিকেট দেওয়া হবে।”

এবছর ডেঙ্গু ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সারাদেশে। এই পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর সরকারিভাবে স্বীকার করা হলেও গণমাধ্যমে প্রায় একশ মৃত্যুর খবর এসেছে।