বেনাপোলে ৩ কেজি স্বর্ণের বার আটক

যশোরের ‌বেনা‌পোল সীমান্ত থেকে প্রায় তিন কেজি ওজনের ৩২টি স্বর্ণের বার আটক ক‌রা হয়েছে, যেগুলো ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল বলে বিজিবির দাবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2019, 12:42 PM
Updated : 7 August 2019, 12:42 PM

যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল সে‌লিম রেজা ব‌লেন, বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর মোড় থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। 

বিজিবির উপস্থিতি টের পেয়ে এ সময় পাচারকারী পালিয়ে যায় বলে কর্নেল সেলিম জানান। 

সে‌লিম রেজা ব‌লেন, বেনাপোল থেকে মোটরসাইকেল চালিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির টহলদল সন্দেহভাজন এক পাচারকারীকে চ্যালেঞ্জ করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। 

“পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সাইলেন্সারের ভেতর বিশেষ ব্যবস্থায় রাখা ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ২ দশমিক ৮ কে‌জি।”

আটক স্বর্ণের মূল্য এক কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা বলে তিনি জানান। 

আটক স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।