রাজশাহী মেডিকেলসহ নগরের ১৪ স্থানে এইডিস লার্ভা

রাজশাহী মেডিকেল কলেজসহ নগরীর ১৪টি স্থানে ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার লার্ভার সন্ধান মিলেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2019, 12:23 PM
Updated : 7 August 2019, 12:30 PM

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উদ্যোগে কীটতত্ত্ব জরিপে এই তথ্য মিলেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ তায়েজুল ইসলামের নেতৃত্বে জরিপ দলটি গত ২ অগাস্ট থেকে ৬ অগাস্ট পর্যন্ত নগরের পাঁচটি ওয়ার্ডের ১০০টি স্থান থেকে দৈব চয়নের ভিত্তিতে মশার লার্ভার নমুনা সংগ্রহ করে।

ছবি: বদরুল হাসান লিটন

“বুধবার গবেষণাগারে পরীক্ষা শেষে এর মধ্যে ১৪টি স্থানের নমুনায় এইডিসের লার্ভা পাওয়া যায়। যেসব স্থানে এইডিসের লার্ভা পাওয়া গেছে সেখানে এর ব্যাপক উপস্থিতি রয়েছে।”

এগুলো নিধনে শিগগির পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন ডা. গোপেন্দ্র।

তিনি সাংবাদিকদের জানান, নগরের সড়ক শোভাবর্ধনে ব্যবহৃত পাইপের ভেতরে বৃষ্টির পানিতে এইডিসের লার্ভা মিলেছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ভেতরেও এর উপস্থিতি পাওয়া গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ জন। আগের ভর্তি হওয়াসহ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন।