শিলাইদহে রবীন্দ্র প্রয়াণ দিবস পালিত

কুষ্টিয়া কুমারখালীর শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে বকুলতলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2019, 06:05 PM
Updated : 6 August 2019, 06:05 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

কুঠিবাড়ির কাস্টোডিয়ান মুখলেছুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সারওয়ার মোর্শেদ।

বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আকলিমা খাতুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক গবেষক গৌতম কুমার রায়, নাট্যকার ও কথাসাহিত্যিক লিটন আব্বাস, গণমাধ্যমকর্মী হাসান আলী প্রমুখ।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক রশিদুজ্জামানের স্মারক বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া বক্তব্যে বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, শিলাইদহ কুঠিবাড়ী ও বাঙালি জীবনে এর প্রভাব তুলে ধরেন।

আলোচনা শেষে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া ও বকুল তলা শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও কবিতা আবৃতি হয়।