ছাত্রলীগের উত্তেজনায় এমসি কলেজ ছাত্রাবাস বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনার মধ্যে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2019, 12:25 PM
Updated : 6 August 2019, 12:25 PM

মঙ্গলবার সকাল ১১টায় ছাত্রদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেন কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ।

এরপর বেলা ১২টার পর শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে যান।

অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ বলেন, সোমবার রাতে এমসি কলেজের ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় তারা লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের মুখোমুখি হওয়ায় কলেজ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে শান্ত করা হয়।

“এরই প্রেক্ষিতে সংঘাতের আশঙ্কায় এবং ঈদের ছুটি মিলিয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।”

ঈদের পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ছাত্রাবাস খুলে দেওয়া হবে বলে জানান অধ্যক্ষ।