নওগাঁয় ৫০ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ১৬

নওগাঁয় এ পর্যন্ত ৫০ জন ডেঙ্গ রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬ জন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2019, 05:51 PM
Updated : 5 August 2019, 05:51 PM

নওগাঁ সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা খানম জানান, সোমবার নতুন আটজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে নওগাঁর সদর হাসপাতালে ১৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত নওগাঁ সদর হাসপাতাল থেকে ১১ জন এবং নওগাঁ ইসলামী হাসপাতাল থেকে ১ জনসহ মোট ১২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

“দুইজন নারী নওগাঁ শহরে তাদের নিজ বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।”

ডা. রওশন বলেন, ডেঙ্গু আক্রান্ত ৫০ রোগীর ৪৭ জনই ঢাকায় থেকে জ্বর নিয়ে নওগাঁ আসেন। তিনজন নওগাঁতেই আক্রান্ত হয়েছেন।