শেরপুর হাসপাতালে নতুন ৪ ডেঙ্গু রোগী, সিভিল সার্জন বিদেশে

শেরপুর জেলা সদর হাসপাতালে আরও চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2019, 01:42 PM
Updated : 5 August 2019, 01:42 PM

রোববার রাতে এরা ভর্তি হয়েছেন বলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) খাইরুল কবির সুমন জানিয়েছেন।

এরা হলেন ইসরাত জাহান, শামছুল, আব্দুল হালিম ও মিজানুর রহমান।

ডা. খাইরুল জানান, এ জেলায় এ পর্যন্ত ২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে এখন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন নয়জন। তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসব রোগীর সবাই ঢাকা থেকে এসেছেন বলে জানান খায়রুল।

স্থানীয়ভাবে এখনও কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে আসেনি বলেও তিনি জানান।

খায়রুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা সদর হাসপাতালে আলাদা ডেঙ্গু কর্নার চালু করে সেখানে আক্রান্তদের চিকিৎসা চলছে এবং ভর্তি হওয়া রোগীরা সবাই ভালো আছেন। ডেঙ্গু রোগে আক্রান্ত হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সিভিল সার্জন বিদেশে

জেলার সিভিল সার্জন রেজাউল করিম ট্রেনিংয়ে বিদেশ সফরে গেছেন।

তবে তিনি না থাকলেও এই পরিস্থিতিতে কোনো অসুবিধা হচ্ছে না বলে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মোবারক হোসেন জানান। 

মোবারক আরও জানান, ডেঙ্গু নির্ণয়ের জন্য ঢাকা থেকে পাঠানো এনএসআই টেস্টের ১২০টি কিট এবং আইজিজি/আইজিএম টেস্টের জন্য ১০৫টি কিট পাওয়া গেছে।