গাইবান্ধা হাসপাতালে আরও ৫ ডেঙ্গু রোগী ভর্তি

গাইবান্ধায় প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। রোববার আরও পাঁচজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2019, 06:15 PM
Updated : 4 August 2019, 06:15 PM

এ নিয়ে জেলায় রোববার পর্যন্ত ২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়াক ডা. মাহফুজার রহমান বলেন, নতুন রোগীদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া এলাকার ডা. মাশরুকা, শহরের পূর্বপাড়ার রিয়াদ হোসেন, পশ্চিমপাড়ার ফরহাদ হোসেন রাদ ও পলাশবাড়ী উপজেলার হরিরামপুর গ্রামের জাহেদুল হক গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীবাড়ি গ্রামের রিপন মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বলে মাহপুজার জানান।

গাইবান্ধার সিভিল সার্জন আবু হানিফ বলেন, আক্রান্ত সবাই ঢাকায় লেখাপড়া, চাকরি কিংবা বেড়াতে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গাইবান্ধায় এসে চিকিৎসা নেন। এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির বলেন, গাইবান্ধা শহরের বিভিন্ন রাস্তা-ঘাট, নর্দমা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গত এক সপ্তাহ ধরে চালানো হচ্ছে। কিন্তু কোনো এডিস মশার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই।