ঝিনাইদহে সেতু নির্মাণের আগেই ভেঙে পড়ল গার্ডার

ঝিনাইদহ শহরে নবগঙ্গা নদীর উপর নির্মাণাধীন একটি সেতুর দুইটি বড়ো গার্ডার পড়ে গেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ২০ জন শ্রমিক।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2019, 03:55 PM
Updated : 4 August 2019, 03:55 PM

রোববার দুপুরে শহরের ধোপাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

সড়ক ও জনপথ কর্তৃপক্ষ জানায়, জাইকার অর্থয়নে ‘মনিকা লিমিটেড’ পিডব্লিউ ০৩ প্যাকেজের আওতায় সেতুটি নির্মাণ করছে। দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাছ শেষে এখন সেতুর দুই পাশে গার্ডার দেওয়ার কাজ চলছিল।

মনিকা লিমিটেড-এর ম্যাসেঞ্জার ওলিউর রহমান জুয়েল জানান, গার্ডার নির্মাণের পর জগ দিয়ে গার্ডার দুটি প্রতিস্থাপনের সময় অসাবধানতাবশত প্রায় একশ ফুট দৈর্ঘ্যের গার্ডার দুইটি নিচে পড়ে যায়।

শ্রমিকরা এ সময় খাবার খেতে গিয়েছিল বলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

পশ্চিম বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রোজেক্টের ম্যানেজার জাকির আলম বলেন, ১২০ কোটি টাকা ব্যয়ে পশ্চিমের জেলাগুলোতে নয়টি সেতু নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে ঝিনাইদহের ধোপাঘাটায়।

তার ভাষ্য, তবে নির্মাণ কাজে ত্রুটির জন্য গার্ডার দুটি ভেঙ্গে পড়েনি। ব্রিজের উপর বসানোর সময় ভেঙে পড়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।