কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন 

কুষ্টিয়ার ভেড়ামারার একটি মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2019, 12:31 PM
Updated : 4 August 2019, 12:31 PM

রোববার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত লালন (৩৬) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলিনগর গ্রামের খবির মন্ডলের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৩ নভেম্বর রাত ৮টায় ভেড়ামারা উপজেলায় ভেড়ামারা-দৌলতপুর সড়কের গোল্ডেন ইলেক্ট্রনিকস শো-রুমের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং লালন নামের এই যুবককে আটক করে পুলিশ।

ভেড়ামারা থানার এএসআই হামিদুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় সৌপর্দ করেন লালনকে।

কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী জানান, তদন্ত শেষে ২০১৪ সালের ১১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ফেন্সিডিল ব্যবসায়ে জড়িত অভিযোগ প্রমাণিত হওয়ায় লালনকে সাজা দেওয়া হয়।