ফগার মেশিন বিকল, নীলফামারী পৌরসভায় ভরসা স্প্রে মেশিন

মশা মারার ফগার মেশিন বিকল থাকায় জরুরি ভিত্তিতে কীটনাশক স্প্রে মেশিন ব্যবহার করছে নীলফামারী পৌর কর্তৃপক্ষ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2019, 05:21 PM
Updated : 3 August 2019, 05:21 PM

শনিবার জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আবর্জনা পরিষ্কার ও মশা নিধনের জন্য কীটনাশক মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে।

মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, “আমাদের পৌরসভার নিজস্ব ফগার মেশিন বিকল থাকায় হস্তচালিত যন্ত্র দিয়ে মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে।”

এতে সময় বেশি লাগছে বলে জানিয়েছেন এ কাজে নিয়োজিত শ্রমিকরা।

জেলা শহরের শাহীপাড়ার মোশাররফ হোসেন (৫৫) বলেন, “চলমান ডেঙ্গু আতঙ্কের মধ্যে জমে থাকা আবর্জনা আর মশার উপদ্রবে অনেকটাই চিন্তিত ছিলাম। শনিবার মেয়রের উদ্যোগে আবর্জনা অপসারণ ও মশা নিধনের ওষুধ ছিটানোর কাজ দেখে অনেকটা চিন্তামুক্ত হয়েছি।”