ভিজিএফ কার্ড নিতে গিয়ে পদদলিত হয়ে বৃদ্ধ নিহত

ময়মনসিংহে ভিজিএফ কার্ড সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2019, 02:35 PM
Updated : 3 August 2019, 02:35 PM

জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, শনিবার বেলা ২টার দিকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের মাঠে পৌরসভার ভিজিএফ কার্ড বিতরণের সময় ওই বৃদ্ধ পদদলিত হন।

নিহত হাফিজ উদ্দিন (৬০) পৌরসভার আমুয়াকান্দা এলাকার আলিমুদ্দিনের ছেলে।

পৌরমেয়র আমিনুল ইসলাম বলেন, “মাইকিং করে ফুলপুর পৌরসভার ভিজিএফ কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়। প্রায় সাড়ে চার হাজার সুবিধাভোগীর মধ্যে বেশির ভাগ লোককেই কার্ড দেওয়া হওয়ার পর হঠাৎ কিছু লোক কলেজের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে।

“এক সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে হাফিজ উদ্দিন হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।”

তবে পুলিশ লাঠি চার্জের কথা অস্বীকার করেছে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, “কলেজের গেইট ভেঙ্গে প্রবেশ করার সময় পদদলিত হয়ে হাফিজ উদ্দিনসহ ১৬ জন আহত হন। প্রথমে আহত হাফিজ উদ্দিনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”