সিরাজগঞ্জে জমির বিরোধে একজন নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন। 

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2019, 05:25 AM
Updated : 2 August 2019, 05:25 AM

বৃহস্পতিবার রাতে পাবনার বেড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম জানান।

নিহত চাঁদ ফকির শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরচিথুলিয়া গ্রামের মোকছেদ ফকিরের ছেলে।

আহত আলম ফকির নিহত চাঁদ ফকিরের ছোট ভাই। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর সাদ্দাম নামে আরেক জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইন্সপেক্টর শহিদুল বলেন, চাঁদ ফকিরের সঙ্গে তার আপন ভাই মৃত আসমত ফকিরের ছেলে রশিদ ফকির গংদের সঙ্গে পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

“এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে চাঁদ ফকির, আলম ফকির ও সাদ্দাম ফকির আহত হন।”

পরে চাঁদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান শহিদুল।   

তিনি বলেন, “নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি দিয়ে আঘাত করা হয়েছে তা বোঝা যাচ্ছে না।”

লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।