নারায়ণগঞ্জে কার থামিয়ে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকার থামিয়ে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2019, 06:08 PM
Updated : 1 August 2019, 06:08 PM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সাজেদা হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রামমহাসড়কে ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পেয়েছেন তারা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লা ক্যান্টমেন্ট এলাকা থেকে মনির হোসেন তার শ্যালক ইমরানকে নিয়ে রাজধানী ঢাকার বায়তুল মোকারম মসজিদের পাশে একটি মার্কেটে দোকান কেনার জন্য ৩২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যান।

“বৃহস্পতিবার ওই দোকান কিনতে না পেরে টাকা নিয়ে তারা সন্ধ্যার পর প্রাইভেটকারে কুমিল্লা ফিরছিলেন। সাজেদা হাসপাতালের সামনে পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে প্রাইভেটকারের কাচ ভেঙে ফেলে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে রাখা সাড়ে ৩২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।”

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।