কিশোরগঞ্জে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2019, 05:49 PM
Updated : 1 August 2019, 05:49 PM

জেলার ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক বুলবুল আহমেদ জানান, বৃহস্পতিবার বিকালে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে হামজা (১২) নামে এই শিশুর মৃত্যু হয়।

হামজা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নরসিংহপুর গ্রামের মো. ইসমাইল মিয়ার ছেলে।

চিকিৎসক বুলবুল বলেন, হামজার জ্বর হলে তার বাবা-মামা তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা করান। তাতে ডেঙ্গু ধরা পড়ে। জ্বর কম হওয়ায় তাকে তারা বাড়িতে রেখেছিলেন।

“বিকাল সাড়ে ৫টার দিকে জ্বর প্রচণ্ড হলে তাকে তার বাবা-মা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরীক্ষার প্রতিবেদন দেখে তাকে স্যালাইন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।”

গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন তাদের হাসপাতালে ১০-১২ জন করে ডেঙ্গু রোগী আসছেন জানিয়ে তিনি বলেন, “তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ডেঙ্গু রোগী রয়েছেন। অন্যরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।”