কুমিল্লায় গরুর ট্রাক উল্টে নিহত ৩

কোরবানির জন্য গরু নিয়ে হাটে যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক উল্টে তিনজনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2019, 04:22 AM
Updated : 31 July 2019, 05:27 AM

বুধবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোশতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি মাহফুজ আহমেদ জানান।

তিনি বলেন, ঝিনাইদহ থেকে ১৭টি গরু নিয়ে ট্রাকটি যাচ্ছিল চট্টগ্রামের দিকে। পথে চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়।

এতে ট্রাকে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ট্রাকের ছয়টি গরুর প্রাণ যায়।

নিহত তিনজন হলেন- ঝিনাইদহের মহেশপুরের লাঠিপাড়া গ্রামের খোকন মিয়া (৪০) ও সামাউল ইসলাম (৪৫) এবং সিবানপুর গ্রামের আনোয়ার হোসেন (৪২)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

চৌদ্দগ্রাম মিয়ার বাজার হাইওয়ে পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান, ওই ট্রাকের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।

বেঁচে যাওয়া ১১টি গরু তাদের মালিক রিপন ও জমিরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।