ফেরিতে ছাত্রের মৃত্যু: তদন্ত দল ঘটনাস্থলে 

যুগ্ম সচিবের অপেক্ষায় থাকা ফেরিতে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত মাদারীপুর জেলা প্রশাসনের কমিটি ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2019, 03:38 PM
Updated : 30 July 2019, 03:38 PM

মঙ্গলবার কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল হক পাটোয়ারীর নেতৃত্বে তদন্ত দল মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ঘাটে যায়।

কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ‘কুমিল্লা’ নামের ফেরিতে গত বৃহস্পতিবার রাতে মুমূর্ষু স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। ফেরিটি এক যুগ্ম সচিবের জন্য অপেক্ষায় থেকে সাড়ে তিনঘণ্টা দেরি করে ছাড়ে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনা তদন্তে জেলা প্রশাসন ছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসি আরও দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল হক পাটোয়ারী বলেন, “তদন্তের শুরুতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সে রাতে কর্তব্যরতদের সঙ্গে কথা বলেছি।”

তদন্তে তারা কী তথ্য পেয়েছেন তা বলেননি তিনি।