ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২০ জন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 04:50 PM
Updated : 29 July 2019, 04:50 PM

সোমবার বিকালে নাটাই দক্ষিণ বিলকেন্দোয়াই গ্রামে সংঘর্ষে মলাই মিয়া (৪০) আহত হন। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মলাই মিয়া বিলকেন্দোয়াই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে বসুর উদ্দিন গোষ্ঠীর সাথে হুমায়ূন গোষ্ঠীর লোকজনের দ্বন্দ্ব চলছিল।

“এর জের ধরে সোমবার বিকালে দুপক্ষের কয়েকশ মানুষ দেশি অস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে মলাই মিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে।”

পরিদর্শক আতিকুল বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

“ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে আশুগঞ্জে তার মৃত্যু হয়।”

আতিকুল ইসলাম আরও জানান, এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।