সিরাজগঞ্জে তিন নারী জেএমবির ১০ বছরের সাজা

সিরাজগঞ্জে তিন নারী জেএমবি সদস্যের ১০ বছর করে সাজা হয়েছে। এছাড়া প্রত্যেককে সাত হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 01:27 PM
Updated : 29 July 2019, 01:48 PM

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুন সোমবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন জেলার সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিয়া তাবাসুম রানী (৩০), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদহ দক্ষিণপাড়া গ্রামের মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুনা বেগম (১৯) ও বগুড়ার শাহজানপুর থানার পরানবাড়িয়া গ্রামের সুজন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)।

রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় ছিলেন।

ওই আদালতের এপিপি মশিউর রহমান চৌধুরী মামলার নথির বরাতে জানান, ২০১৬ সালের ২৩ জুলাই সিরাজগঞ্জ শহরের মাছিমপুর উত্তরপাড়ার হুকুম আলীর ভাড়া বাসায় গোপন বৈঠক চলাকালে চার নারী জেএমবি সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ছয়টি ককটেল, গ্রেনেডের চারটি খোসা, নয়টি জিহাদি বই, ডেটোনেটর, সুইচসহ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই রওশন আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

এপিপি মশিউর বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাদের দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।