যশোরে ‘বোমা হামলায়’ আহত বিজিবি সদস্যের মৃত্যু

যশোরের শার্শা উপজেলায় ‘চোরাকারবারিদের হাতবোমা হামলায়’ আহত এক বিজিবি সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 12:22 PM
Updated : 29 July 2019, 12:22 PM

বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আকমল হোসেন (৫২) নামে এই বিজিবি সদস্য মারা যান।

শুক্রবার ভোরে শার্শার পাঁচভুলোট এলাকায় চোরাকারবারিদের ছোড়া হাতবোমা হামলায় আহত হন বিজিবি হাবিলদার আকমল। তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থায় হেলিকপ্টারে করে তাকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়।

তিনি রংপুরের খোর্দকোমরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি কর্মকর্তা ইমরান বলেন, হাতবোমার স্প্লিন্টারের আঘাতে আকমলের সমগ্র শরীর ক্ষতবিক্ষত হয়। একটি স্প্লিন্টার তার বাঁ চোখের কর্ণিয়া ভেদ করে মস্তিষ্কে ঢুকে গেছিল।