অপহরণের পর হত্যা: কুমিল্লায় দুইজনের যাবজ্জীবন

কুমিল্লায় পাঁচ বছর আগে এক স্কুল ছাত্রী হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 09:27 AM
Updated : 29 July 2019, 09:27 AM

সোমবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম এ আউয়াল এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- জাফর আহমেদ রুবেল ও আবদুল আল মামুন প্রিয়।

নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ কুমার নাথ বলেন, ২০১৪ সালের ৪ জানুয়ারি বিকালে কুমিল্লা নুরপুর কাজী বাড়ীর জাহাঙ্গীর আলমের আট বছরের মেয়ে জারিন নুসাইবা ফুলকে নিজ বাসার সামনে থেকে অপহরণ করা হয়।

পরে অপহরণকারীরা ফুলের বাবার কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম তিনজনকে আসামি করে মামলা করেন।

এর পাঁচদিন পর বাড়ি পেছনের পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় ফুলের লাশ উদ্ধার করেছে পুলিশ।