গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাস ধাক্কা খেয়ে চার যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 07:07 AM
Updated : 29 July 2019, 09:02 AM

কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের গফ্ফার মোল্লা (৭০), কিবরিয়া মোল্লা (৫০), ও চাঁন মিয়া (৩২) ও একই থানার যোগানিয়া গ্রামর লোকমান মিয়া (৬০)।

হতাহতরা সবাই দিনমজুর। তারা ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পাট কাটতে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতিয়ার রহমান বলেন, লোকাল বাসটা গোপালগঞ্জ থেকে ছেড়ে কাশিয়ানী উপজেলা ব্যাসপুর যাচ্ছিল।

“ভাটিয়াপাড়া মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও অন্তত ২০ জন। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানে আরও একজন মারা যান।”

আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।