ধলেশ্বরীতে নিখোঁজ তিন সহপাঠীর লাশ উদ্ধার

ঢাকার সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 06:54 AM
Updated : 28 July 2019, 10:28 AM

সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা লিটন আহামেদ জানান, রোববার বেলা ৩টার দিকে ঘটনাস্থল থেকে ৬ কিলোমিটার দূরে কুণ্ডা ব্রিজের নিচ থেকে আবুল হাশেম রাজনের লাশ তারা উদ্ধার করেন।

এর আগে সাড়ে ১২টার দিকে  একই এলাকা থেকে থেকে মেহেদীর হাসানের (১৭) এবং বেলা ১১টার দিকে ঘটনাস্থলের কাছে ব্যাংকটাউন ব্রিজের পূর্ব পাশে পাগলার মোড় থেকে তৌসিফ আহমেদ আকাশের (১৮) লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি। 
 
মেহেদী ঢাকার আগারগাওঁয়ের জাফর আহমেদের ছেলে। তার বাবা পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন কর্মী। আকাশ ব্যাংক টাউন পশ্চিম পাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে এবং রাজন রাজধানীর কুড়িল বিশ্ব রোডের তিনশ ফিট এলাকার আনোয়ার হোসেনের ছেলে।  
 

তারা সবাই ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল। 
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরীতে গোসল করতে নেমে ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই তিন সহপাঠী নিখোঁজ হয়। 
দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও প্রতিকূল আবহাওয়া এবং প্রবল স্রোতের কারণে শনিবার সন্ধ্যার পর থেকে তা বন্ধ করে দেওয়া হয়। 
রোববার সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিস আবার উদ্ধার শুরু করে। এরপর একে একে তিনজনের লাশ উদ্ধার করা হলো।