ফেইসবুকে গুজব রটানোর অভিযোগে ফেনীতে যুবক আটক

ফেইসবুকে গুজব রটিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টির চেষ্টার অভিযোগে ফেনীতে এক যুবককে আটক করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 05:53 AM
Updated : 28 July 2019, 05:53 AM

আটক জাহেদ হাসান রনি (২১) ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে।

শনিবার রাতে ফেনী শহরের বড় বাজারের গোপাল পট্টির হাবিব চক থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান।

তিনি বলেন, “রনি ফেইসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক বিভিন্ন ছবি ও লেখা পোস্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে আসছিলেন। সর্বশেষ ভুয়া ছবি দিয়ে একটি মসজিদে আগুন দেওয়ার গুজব রটনায় তিনি জড়িত ছিলেন।”

রনির অবস্থান শনাক্ত করার পর র‌্যাবের একটি দল রাতে গোপাল পট্টি হাবিব চকে একটি গয়নার দোকানে অভিযান চালায় এবং সেখান থেকে দুটি আইফোন ও দুটি সিমসহ তাকে আটক করে বলে জানান র‌্যাব কর্মকর্তা জুনায়েদ জাহেদী।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি ফেইসবুকসহ সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। তার কয়েকজন সহযোগীর তথ্যও সে দিয়েছে, তাদেরও আটকের চেষ্টা চালাচ্ছে র‌্যাব।”

আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রনিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।