নোয়াখালীতে পিকআপ উল্টে নিহত ৪

নোয়াখালীর চৌমুহনী বাজারে নির্মাণ শ্রমিকদের বহনকারী একটি পিকআপ উল্টে চারজনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। 

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 03:47 AM
Updated : 28 July 2019, 08:15 AM

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান, রোববার সকাল ৭টার দিকে চৌমুহনী সিঙ্গারের সামনে চৌমুহনী-ফেনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- মংলা বন্দর এলাকার মুছা ও  রুবেল এবং গাইবান্ধার নুরু।

মোসলের নামে আরও একজনের ঠিকানা এখনও পাওয়া যায়নি।

আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিকরা জানান, ফেনী থেকে পিকআপে করে ২৫ জন শ্রমিক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় একটি ভবনের ছাদ ঢালায়ের কাজে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে অতিক্রম করার সময় পিকআপটি উল্টে সড়কে যায় এবং শ্রমিকেরা চাপা পড়ে।

ওসি বলেন, দুর্ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।