তারা জনগণের পাশে নেই: ফখরুল

সরকার জনগণের পাশে নেই বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2019, 04:59 PM
Updated : 27 July 2019, 04:59 PM

শনিবার কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি কুড়িগ্রামকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “বর্তমান সরকারের যেহেতু কোনো দায়দায়িত্ব নেই, জনগণের দ্বারা নির্বাচিত নয়, সে কারণে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে।”

‘বিএনপি অফিস গুজবের কারখানা বলে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “ওনারা কে কী বলেন তাতে যায় আসে না। তারা সত্য কথা তো বলেন না, জনগণের পাশেও তারা নেই। জনগণের অধিকার কেড়ে নিয়ে বসে আছে, সেজন্য আমরা গুরুত্ব দেই না।”

শনিবার ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের রজত জয়ন্তির উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে ‘গুজবের ফ্যাক্টরি’।

বিকাল ৪টায় কুড়িগ্রাম সদর উপজেলার আরাজী ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ফখরুল।

জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা সভাপতি তাসভীর-উল- ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ।

এখানে তিন শতাধিক বানভাসীর মাঝে ত্রাণ বিতরণ করেছেন ফখরুল। এরপর তিনি উলিপুর ও চিলমারী উপজেলায় ত্রাণ বিতরণ করেন।