দিনাজপুর ও নীলফামারীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

দিনাজপুর ও নীলফামারীতে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধিদিনাজপুর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 02:46 PM
Updated : 23 July 2019, 02:46 PM

মঙ্গলবার দিনাজপুরের চিরিরবন্দর ও বিরল এবং নীলফামারী সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

এরা হলেন চিরিরবন্দরের মহাদানীপুর গ্রামের রনজিৎ কুমার রায়ের স্ত্রী হীরা বালা রায় (৩০), বিরলের মাধববাটী গ্রামের মজিদ আলীর ছেলে মোজাহার আলী (৩৫) এবং নীলফামারী সদরের নতিবাড়ি গ্রামের বছির উদ্দিনের ছেলে সফি উদ্দিন (৪৫)।

দিনাজপুর

চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাদানীপুর গ্রামে বিকাল ৫টায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে রেললাইনের পাশে বজ্রপাতে মারা যান হীরা বালা রায়। এ সময় তার দুটি গরুও মারা যায়।

বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় মাধববাটী গ্রামে আমন ধানের বীজতলায় কাজ করার সময় বজ্রপাতে মোজাহার আলী মারা যান।

নীলফামারী

সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম জানান, বিকালে মুষলধারা বৃষ্টির মধ্যে বাড়ির পাশে জমিতে আমন ধানের চারা রোপন করছিলেন সফি উদ্দিন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান কৃষক সফি উদ্দিন।