যৌতুকের জন্য স্ত্রী হত্যা, সিরাজগঞ্জে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে সদরে সাত বছর আগে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীর ফাঁসির রায় দিয়েছে আদালত। 

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 09:16 AM
Updated : 23 July 2019, 09:16 AM

মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত কামরুল ইসলাম (৪২) সদর উপজেলার চরবনবাড়িয়া গ্রামের আবুল হোসেন ডিলারের ছেলে।

তাকে মৃত্যুদণ্ডের পাশাপশি বিশ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আব্দুল হামিদ লাভলু জানান।

মামলার বিবরণে বলা হয়, ১৯৯৮ সালে শহরের দিয়ারধানগড়া এলঅকার আব্দুল আজিজের মেয়ে মুন্নী খাতুনের সঙ্গে কামরুলের বিয়ে হয়। এরপর থেকে কামরুল প্রায়ই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতো।

এক পর্যায়ে মুন্নীর পরিবার কামরুলকে দুই লাখ টাকা দেয়। কিন্তু সে আরও তিন লাখ টাকা দাবি করে মুন্নীকে নির্য়াতন করতে থাকে।

এর জেরে ২০১২ সালের ১২ জুলাই ভোরে কামরুল তার স্ত্রীকে মারধর ও গলাটিপে হত্যা করে। এ ঘটনায় নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।