নাশকতা পরিকল্পনার অভিযোগে বাগেরহাটে আটজন গ্রেপ্তার

বাগেরহাটের রামপালে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 07:03 AM
Updated : 23 July 2019, 07:03 AM

বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কাপাসডাঙা গ্রামের জামায়াত ইসলামীর কর্মী আব্দুল ওয়াহেদ শেখের বাড়ির সামনে থেকে সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন রামপাল জামায়াত ইসলামির সভাপতি শেখ নাসের উদ্দীন, সেক্রেটারি মল্লিক আব্দুল হাই, কর্মী মো. জাহাঙ্গীর মোল্লা, আব্দুল মজিদ শেখ, আব্দুল ওয়াজেদ শেখ, জিহাদ শেখ, আব্দুর রউফ শেখ এবং মো. ওসমান।

তাদের বাড়ি রামপালের বিভিন্ন গ্রামে বলে পুলিশ জানায়।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিডিনিউজ বলেন, “নাশকতা তৈরির উদ্দেশ্যে জামায়াতের নেতা কর্মীরা গোপন বৈঠক করছে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। পরে সেখান থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। ”

গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে রামপাল থানায় নাশকতা পরিকল্পনার মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।