ভালুকায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৫ শ্রমিক আহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2019, 05:21 PM
Updated : 22 July 2019, 05:21 PM

সোমবার দুপুরে মল্লিকবাড়ি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

আহতরা হলেন মজিবর রহমান (৪৫), আলমগীর (২১), আলামীন (২২), হেকমত আলী (৫৫) ও সুজন (৪০)। তাদের মধ্যে আলামীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল বলেন, আমিন ভূইয়া গ্রুপ লি. এর প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিং সার্ভিস লিমিটেড কর্তৃপক্ষ উপজেলার মামারিশপুর পশ্চিমপাড়া এলাকায় কারখানা করতে বহুতল ভবন নির্মাণ করছিল।

“সোমবার দুপুরে প্রায় ৬০/৭০ জন শ্রমিক নতুন দ্বিতল ভবণ নির্মাণের ছাদের কাজ করার সময় বিকট শব্দে ছাদটি ধসে পড়ে।”

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন উপজেলা প্রকৌশলী ফরিদুল ইসলাম, মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ও ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান। 

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রকিবুল হাসান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।