বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

বান্দরবানের রোয়াংছড়িতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, যার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করা হচ্ছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2019, 11:08 AM
Updated : 22 July 2019, 11:08 AM

তবে জনসংহতি সমিতি অভিযোগ অস্বীকার করেছে।

সোমবার দুপুরে উপজেলার তারাছা ইউনিয়নের শামুকঝিরি এলাকায় এ হামলা হয় বলে রোয়াংছড়ি থানার ওসি শরিফুল ইসলাম জানান।

নিহত মংমং থোয়াই মারমা (৪৫) তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাদের বাড়ি তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায়।

আওয়ামী লীগের রোয়াংছড়ি উপজেলা সাধরাণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলা পর্যায়ে একটি প্রস্তুতি সভা ছিল। সভা শেষ করে দুপুরে বাড়ি ফেরার পথে শামুকঝিরি এলাকায় তাকে গুলি করা হয়।

“নেতাকর্মীরা আহত অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

জেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসলাম বেবি এ ঘটনার জন্য আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

তবে জনসংহতি সমিতির রোয়াংছড়ি উপজেলা সভাপতি অংশৈমং মারমা বলেন, “এ ঘটনায় কোনোভাবেই জনসংহতি সমিতি জড়িত নয়। দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করছি।”