নরসিংদীতে মেঘনায় নৌ-ডাকাতি, গুলিতে নিহত ১

নরসিংদীর রায়পুরা উপজেলায় নৌকায় ডাকাতির সময় গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2019, 01:38 PM
Updated : 21 July 2019, 01:38 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চরমধুয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির জানান।

নিহত মোন্তাজ মিয়া (৪০) রায়পুরার আব্দুল্লাহপুর গ্রামের সাদাত আলীর ছেলে।

আহত আসাদ মিয়া (৩৫) ও মানিক মিয়া (৪০) একই উপজেলার বাসিন্দা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীঘর বাজার থেকে গরু বেচাকেনা শেষে নৌকায় রায়পুরা ফিরছিলেন ৮/১০ জন গরু ব্যবসায়ী।

ওসি মহসিনুল কাদির বলেন, নৌকাটি চরমধুয়া গ্রামের কাছে পৌঁছলে স্পিডবোটযোগে একদল ডাকাত নৌকাটির গতিরোধ করে।

“টের পেয়ে নৌকায় থাকা ব্যবসায়ীরা পালানোর উদ্দেশ্যে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি করলে মোন্তাজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।”

ওসি জানান, আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নৌকায় থাকা অন্য ব্যবসায়ীরা সাঁতরে কূলে ওঠেন বলে ওসি জানান।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।