জামালপুরে বন্যার পানিতে শিশুসহ ৫ জনের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে প্রশাসন জানিয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2019, 01:18 PM
Updated : 21 July 2019, 03:21 PM

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মো. তাজুল ইসলাম জানান, রোববার দুপুরে উপজেলার সূর্যনগর পূর্বপাড়া গ্রামে চারজনের মৃত্যু হয়।

এরা হলো- উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কুতুবের চর গ্রামের ইয়াসীন মিয়ার ছেলে স্বাধীন (২), মেরুরচর ইউনিয়নের রবিয়ার চরে আব্দুল শেখ (৭০), শাহীন মিয়ার মেয়ে সুজনী আক্তার (১১) ও মোশারফ হোসেনের মেয়ে সাথী (৮)।

তাদের মধ্যে সুজন ও সাথী তারা সম্পর্কে চাচাতো বোন।

ইউএনও তাজুল বলেন,“সুজনী ও সাথী বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।”

মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ বলেন, জামদহ গ্রামের নুরুল ইসলামের আড়াই বছর বয়সের ছেলে আরাফাত বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে মারা গেছে।