বগুড়ায় গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, অভিযোগ স্বামী কৃষকলীগ নেতার বিরুদ্ধে

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় স্থানীয় এক কৃষকলীগ নেতার বিরুদ্ধে তার স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2019, 09:26 AM
Updated : 21 July 2019, 09:29 AM

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, উপজেলা সদরের কলেজ পাড়া থেকে রোববার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ময়ুরী বেগম (২৬) নন্দীগ্রাম পৌর কৃষকলীগের যুগ্ম-সম্পাদক মাসুদ রানার স্ত্রী।

মাসুদ কলেজ পাড়ার ওসমান ফকিরের ছেলে।ঘটনার পর থেকে ওসমান ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।    

ময়ুরীর বাবা আনোয়ার হোসেন বলেন, পরকীয়ার ঘটনা নিয়ে ময়ূরীর সঙ্গে মাসুদের বেশকিছু দিন ধরে দাম্পত্য কলহ চলছিল।এ নিয়ে শনিবার রাতে তাদের মধ্যে আবার ঝগড়া হয়।

“রাতেই মাসুদ ফোন করে বলে তোর মেয়ের খবর কাল সকালে পাবে। সকালে উঠেই শুনি ময়ূরীকে মারধর করে হত্যা করা হয়েছে।”

ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।