শিয়াল ঠেকাতে বেড়ায় বৈদ্যুতিক সংযোগ, প্রাণ গেলো দাদি-নাতির

নেত্রকোণায় শিয়ালের কাছ থেকে হাঁস-মুরগি বাঁচাতে খামারের বেড়ায় দেওয়া বৈদ্যুতিক সংযোগ থেকে বিদ্যুতায়িত হয়ে এক নারী ও নাতির মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2019, 05:38 AM
Updated : 21 July 2019, 07:01 AM

নেত্রকোণা সদর মডেল থানার এসআই মো. বিল্লাল হোসেন জানান, শনিবার রাতে সদরে আমতলা ইউনিয়নের বলনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এরা হলেন- বলনিয়া গ্রামের  নজরুল ইসলামের স্ত্রী  শরীফা আক্তার (৪৮) ও তার ছেলে নাজিম উদ্দিনের ছেলে আরমান হোসেন (৮)।

এসআই বিল্লাল বলেন, বাড়ির খামারের হাসঁ ,শেয়ালের হাত থেকে বাঁচাতে বেড়ায় বৈদ্যুতিক সংযোগ দিয়েছিল শরীফার পরিবার।

“রাতে খামার দেখতে  গেলে অসাবধানতায় বেড়ার স্পর্শে আরমান আহত হয়। এ সময় তাকে বাঁচাতে দাদী এগিয়ে গেলে তিনিও গুরুতর আহত হন।”

পরিবারের লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।