রিফাত ফরাজীর জবানবন্দি

রিফাত শরীফ হত্যা মামলার আরেক আসামি রিফাত ফরাজী আদালতে জবানবন্দি দিয়েছেন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2019, 03:30 PM
Updated : 20 July 2019, 03:30 PM

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানিয়েছেন, শনিবার বেলা ৪টার দিকে রিফাত ফরাজীকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জবানবন্দি নেওয়া শেষ হয়।

রিফাত ফরাজীকে গ্রেপ্তারের পর তিন দফায় ২১ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

এ মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ এ পর্যন্ত ১৪ জন রিফাত হত্যার দায় স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পরিদর্শক হুমায়ুন কবির বলেন, রিফাত শরীফ হত্যা মামলায় শনিবার পর্যন্ত মামলার এজাহারভুক্ত সাত জনসহ ১৫ জনকে জীবিত গ্রেপ্তার করা হয়েছে। গত ২ জুলাই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মামলার প্রধান আসামি নয়ন বন্ডের মৃত্যু হয়েছে।

এখনও মামলার ৩ নম্বর আসামি রিশান ফরাজী রিমান্ডে রয়েছেন।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে প্রকাশ্য সড়কে কুপিয়ে হত্যার সময় স্বামীকে বাঁচাতে মিন্নির চেষ্টার ভিডিও ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি সারাদেশে আলোচনায় উঠে আসে।

পরদিন রিফাতের বাবা আবদুল হালিম শরীফ ১২ জনকে আসামি করে যে মামলাটি করেন, তাতে প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকেই।