বরিশালে লঞ্চের কেবিন থেকে নারীর লাশ উদ্ধার

বরিশালে এমভি সুরভী-৮ নামে একটি লঞ্চের স্টাফ কেবিন থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2019, 10:29 AM
Updated : 20 July 2019, 10:29 AM

বরিশাল মহানগর পুলিশের ওসি নূরুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করেন তারা।

নিহত আঁখি আক্তার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার কর্মী তিনি।

ওসি নূরুল প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার সদরঘাট থেকে ওই লঞ্চে ওঠেন আঁখি ও এক যুবক।

“তারা লঞ্চের লস্করদের জন্য বরাদ্দ একটি স্টাফ কেবিন ভাড়া নেন। সকালে লঞ্চটি বরিশাল ঘাটে পৌঁছালে স্টাফরা গিয়ে আঁখিকে মৃত দেখতে পান। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।”

স্বজনরা লাশ শনাক্ত করেছে জানিয়ে তিনি বলেন, আঁখির সঙ্গে থাকা যুবককে লঞ্চে পাওয়া যায়নি। লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তাকে খোঁজা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।